পুত্র সন্তানের জনক হয়েছেন সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। আজ শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভূমিষ্ঠ হয় শিশুটি।
ছেলের বাবা হবার অনুভূতি প্রকাশ করে মেয়র খোকন দৈনিক ফেনীকে বলেন, স্ত্রী এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তার কাছে এজন্য শুকরিয়া আদায় করেন তিনি।
উল্লেখ্য, মেয়রের খোকন পাঁচ সন্তানের জনক।