সোনাগাজীতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রসাশক আবু সেলিম মাহমুদ-উল হাসান। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বগাদানা ইউনিয়নের আউড়ারখীল ও চরদরবেশের চরসাহাভিকারীতে আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শনকালে উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা বিতরন ও বৃক্ষরোপণ করেন তিনি।
প্রকল্প পরিদর্শনকালে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, প্রকল্প কর্মকতা ইকবাল হাসান, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো, বগাদানা ইউপি চেয়ারম্যান কখম ইসহাক খোকন প্রমুখ।
সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক।