সোনাগাজীতে চলমান কঠোর বিধিনিষেধে সংকটে পড়া দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (৭ জুলাই) কুমিল্লা সেনানিবাসের ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে উপজেলা বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে তারা।
বিতরণ কাজে সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন ও সেনা কর্মকর্তা লে. কর্নেল তাহরিমাসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।