সোনাগাজীর পৌর শহরের ইলিয়াছ ইলেট্রনিক্স নামে একটি দোকানে চুরি হয়েছে। এতে মূল্যবান মোবাইলসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক মো: ইলিয়াছ। গতকাল রবিবার (৪ জুলাই) দিবাগত রাত ৪টার সময় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানান, চলমান বিধিনিষেধের কারণে গত ৪ দিন ধরে দোকান বন্ধ ছিল। আজ (সোমবার) সকালে পার্শ্ববর্তী দোকানদারের মাধ্যমে খবর পেয়ে দোকানে আসলে দেখি পূর্ব পাশের একটি শাটারের তালা কাটা অবস্থায়। এরপর ভিতরে গিয়ে দেখি মূল্যবান মোবাইলসহ বেশকয়েকটি ইলেক্ট্রনিক্স সামগ্রী চুরি হয়ে গেছে যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৫৫মিনিটের সময় লুঙ্গি ও টিশার্ট পরিহিত একজন চোর তালা কেটে একটি ব্যাগ নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে। এরপর সে মোবাইলসহ বেশ কয়েকটি ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যাগে ভরে ৩টা ৫৯মিনিটের সময় দ্রুত বেরিয়ে যায়।
এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ করেছেন দোকান মালিক।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দোকানের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে।