সোনাগাজীর আমিরাবাদে বিধিনিষেধ অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় বর ও কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিধিনিষেধ অমান্য করে আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের ছলিমুদ্দিন মুন্সিবাড়ীতে বিয়ের অনুষ্ঠান চলছে-এমন খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সেনাসদস্যদের নিয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বর ও কনে পক্ষকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করতে বলা হয়।
জানা গেছে, আজ ওই বাড়ির হেদায়েত উল্যাহর মেয়ের বিয়ের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। চলছিল অতিথি আপ্যায়ন।