সোনাগাজীতে মাস্ক না পরায় ৮জনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকালে পৌর শহরের জিরো পয়েন্টে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত বিধি নিষেধ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক না পরায় ৮জনকে জরিমানা করা হয়। এসময় মাস্ক পরিধান করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে আহ্বান জানানো হয়।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।