সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আরেফিনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হাইকোর্টের বিচারক মাহমুদ হাসান তালুকদার ও খসরুজ্জামান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন বলে জানান শামছুল আরেফিন। এ আদেশ কতদিনের জন্য বহাল থাকবে জানতে চাইলে তিনি বলেন, এখনো রায় আমার হাতে আসেনি। এলে বিস্তারিত বলা যাবে।
শুনানীতে অংশ নেন এডভোকেট ফকির মমতাজ উদ্দিন।
এর আগে গত ৬ অক্টোবর ত্রাণ বিতরণে অনিয়ম, কাজ না করে অর্থ উত্তোলন করে আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ এনে চেয়ারম্যান শামছুল আরেফিনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
উল্লেখ্য, টানা দুইবার সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামছুল আরেফিন। এছাড়া তিনি সোনাগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।