সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ শামছুল হক প্রকাশ শামসু (২৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ( ৮ জুলাই) সাড়ে ১০ দশটার দিকে অভিযান চালিয়ে তাকে চরলক্ষীগঞ্জ (বিষ্ণুপুর) হতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
তিনি জানান, গোপন খবর পেয়ে পুলিশ সদস্যরা অভিযানে চালিয়ে এই পলাতক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ হতে ১ টি এলজি ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। সে ওই এলাকার আবুল হাসেমের ছেলে।
ওসি জানান, শামসু চান্দলার তিন বাড়ীতে ডাকাতি মামলার মূল হোতা ও ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারনামীয় আসামী। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।