সোনাগাজীতে মেয়াদহীন শিশু খাদ্য বিক্রি ও মুল্য তালিকা না থাকায় ৬ দোকানীর ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (১৮ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে পৃথক অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা।
তিনি জানান, আজ দিনের বিভিন্ন সময়ে সোনাগাজীর বাদামতলী, সোনাপুর, ভৈরব চৌধুরী, ও মনগাজী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের ৬টি দোকানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদহীন শিশু খাদ্য বিক্রি করার অপরাধে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মেয়াদহীন শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও সোনাগাজী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।