ফুলগাজী উপজেলার বাজারে রাখি স্বর্ণ শিল্পালয়ে (রাখি জুয়েলার্স) দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনায় পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) ভোরে বিজয়পুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলা সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম (২৮) ও শাহাদাত হোসেন (২২)।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
ফুলগাজী উপজেলা জুয়েলারি কল্যাণ সমিতির আহ্বায়ক সঞ্জয় বণিক বলেন, এ ধরনের চুরির ঘটনা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশের দ্রুত অভিযানে দুইজনকে আটক করায় আমরা আশাবাদী। তবে বাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
এর আগে, গত শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে ফুলগাজী বাজারের প্রধান সড়কে অবস্থিত এই স্বর্ণের দোকানে দেয়াল ভেঙে চোরেরা প্রবেশ করে। দোকান মালিক বিপুল বণিকের দাবি, চোরেরা তিন ভরি স্বর্ণ, ৪০-৫০ ভরি রুপা এবং নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বিপুল বণিক অজ্ঞাতনামা আসামি করে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ঘটনার পরদিন দৈনিক ফেনী পত্রিকায় ‘ফুলগাজী বাজারে দুর্ধর্ষ চুরি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
