ফুলগাজী উপজেলার বদরপুর খানাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) ভোরে সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক মো. আনোয়ার (৫০) মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া ১০ জন ভিকটিম চট্টগ্রামের বাসিন্দা। তাদের অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়েছিল। আটক দালালকে পরবর্তীতে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিমরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, আটক আনোয়ার সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় আরও তিনজন জড়িত রয়েছে বলে ধারণা করছি। বর্তমানে অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া উদ্ধার ভিকটিমদের আদালতের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।
এ ব্যাপারে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, বদরপুর সীমান্ত দিয়ে ভিকটিমদের ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে আটক দালাল ও ভিকটিমদের থানায় হস্তান্তর করা হয়। মানবপাচার চক্রের অন্যদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করা হয়েছে।