ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ফুলগাজীতে পৃথক অভিযানে ৪ দোকানীর ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ও সোমবার পৃথক দুটি অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজার নিত্যপ্রয়োজনীয় মূল্য তদারকিতে গতকাল সকালে মুন্সিরহাট বাজারে ও সোমবার ফুলগাজী বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি এবং দোকানে মূল্য তালিকা দৃশ্যমান না রাখায় মঙ্গলবার মূল্য ২ দোকানীকে ২ হাজার টাকা ও সোমবার অপর অভিযানে ২ দোকানীর ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
