ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম মিজানুর রহমান। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সন্তান এসএম মিজানুর রহমান ২০০৯ সালে কক্সবাজার সদর থানায় যোগদানের মাধ্যমে পুলিশের চাকরি জীবন শুরু করেন। তিনি ১৯৯৬ সালে এসএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত বিজ্ঞান ও ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ নোয়াখালীর সেনবাগ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি ফুলগাজী থানায় বদলি হন।
দায়িত্ব গ্রহণের পর এসএম মিজানুর রহমান দৈনিক ফেনীকে বলেন, অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, যত প্রভাবশালীই হোক-তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিই আমাদের মূল দায়িত্ব।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের পরিকল্পনা রাষ্ট্রের। আমরা সহযোগিতা করব।
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নবাগত ওসি বলেন, ফুলগাজীবাসী যেন শান্তিতে থাকে, ভালো-সুন্দর থাকে এবং অপরাধমুক্ত জীবনযাপন করতে পারে-এমন পরিবেশ নিশ্চিতে কাজ করব। যেকোন প্রয়োজনে ফুলগাজীর মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা দিবারাত্রি প্রস্তুত রয়েছি। এদিকে ফুলগাজী থানায় নতুন ওসির যোগদানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন।
বিএনপির সদস্য সচিব ও ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ভুঞা বলেন, নবাগত ওসি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। মানুষের মঙ্গলের জন্য, তথা ফুলগাজীবাসীর কল্যাণে তিনি কাজ করবেন এটিই প্রত্যাশা।
উপজেলা জামায়াতের আমির মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, শান্তিশৃঙ্খলা বজায় থাকবে, নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করবে এটুকু চাওয়া। সবমিলিয়ে জনবান্ধব হবে এমনটিই প্রত্যাশা।
উল্লেখ্য, সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ লুৎফর রহমানকে নোয়াখালীর চর জব্বার থানায় বদলি করা হয়েছে।
