ফুলগাজীতে ভারতীয় অবৈধ পণ্যসহ বোঝাই পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতসহ উভয় ঘটনায় করা মামলায় পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তারেক হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র জানায়, গত রোববার (২৬ অক্টোবর) আমজাদহাট ইউনিয়নের গজারিয়া সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি-কাপড় জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দকৃত কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ৪৩ লাখ ৫২ হাজার টাকা। সেদিন ভোরে গজারিয়া বাজার এলাকায় ভারতীয় কাপড়বোঝাই পিকআপ ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক রকি মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন। একই দিনে চোরাচালানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলাটির বাদী ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ মামলায় অন্য আসামিরা হলেন ফজলুল হক করিম, ফরিদ আহাম্মদ, রাজু, টিপু, মোহাম্মদ এমরান হুজুর, শাকিল আহাম্মদ, শাহিনুর ইসলাম, জাহিদ মিয়া, আরিফ হোসেন, জুয়েল এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর দৈনিক ফেনী পত্রিকায় “চোরাচালান বোঝাই পিকআপ চাপায় সিএনজি চালক নিহত” শিরোনামে এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।

প্রধান আসামি তারেককে
নিয়ে যা বলছেন স্থানীয়রা

পরশুরাম ও ফুলগাজী সীমান্ত এলাকায় ভারতীয় কাপড় জব্দের ঘটনায় দায়ের হওয়া মামলায় পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় অনেকের দাবি, তারেক সৎ, নম্র ও ধার্মিক যুবক। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

পরশুরাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রশিদ আহমেদ বলেন, তারেককে খুবই ভালো মানুষ হিসেবে চিনি। তিনি দুই মাস আগে মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন।
বক্সমাহমুদ ইউনিয়নের খন্ডল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন বলেন, ফেসবুকে খবরটি দেখে খুবই দুঃখ পেয়েছি। আমাদের হাতে গড়া এ ছেলেটি অনার্স পাস করা শিক্ষিত তরুণ। রাজনীতিতে আসাই হয় তো ভুল ছিল। সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। পাঁচ ওয়াক্ত নামাজি এমন মানুষ এ কাজে জড়াতে পারে না।

সাতকুচিয়ার বাসিন্দা আবদুর রউফ বলেন, তারেক এমন কাজে জড়িত হতে পারে না। গ্রামের সবাই তাকে ভালো মানুষ হিসেবে জানে।
পরশুরামের ব্যবসায়ী মো. ইয়াসিন মজুমদার বলেন, খুবই ভালো মানুষ সে। পুরো ঘটনা ষড়যন্ত্রমূলক। তার বিরুদ্ধে এ অভিযোগ অবিশ্বাস্য।
নরনীয়া স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন মজুমদার বলেন, তারেক ষড়যন্ত্রের শিকার। তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে।

পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুর রহমান বলেন, তারেকের দুর্দিনে যেমন ছিলাম, তেমনি সুদিনেও পাশে আছি। সে অত্যন্ত ভালো মানুষ।
এ ব্যাপারে জানতে চাইলে আসামি তারেক হোসেন বলেন, আমি নিজেও জানি না বিষয়টি কীভাবে ঘটেছে, অনেকেই ফোন করছে। আমি সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানাবো। আমার শত্রু নেই। কেউ ঈর্ষান্বিত হয়ে বা কারো ইন্ধনে আমাকে আসামি করেছে কি না তাও জানি না।

পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম বলেন, সে বহু আগেই ছাত্র রাজনীতি করেছে। তার রাজনৈতিক জীবনে কোনো কালোদাগ নেই। আমরা দলের নীতিনির্ধারকদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব। এখানে পুলিশ বাদী, দল নয়। তাই এটি রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নয়।

আসামি অন্যতম তারেক হোসেন পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ মামলার আগে নিহত চালক রকি মিয়ার পিতা পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মজু মিয়া অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে পৃথক একটি মামলা দায়ের করেন।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। উভয় মামলাই তদন্তাধীন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আসামি তারেক হোসেন বলেন, আমি নিজেও জানি না বিষয়টি কীভাবে ঘটেছে। অনেকেই আমাকে ফোন করেেছ। আমি সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া জানাবো।