ফেনীর ফুলগাজী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার পরোয়ানাভুক্ত ও চুরির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাত ২ টায় আমজাদহাটে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পূর্ব বসন্তপুরের মৃত মুকু মিয়া ছেলে মো. ইলিয়াছ প্রকাশ কালা ও উত্তর তারাকুচার লিয়াকত আলীর ছেলে কাউছার হাসান (২৫)

পুলিশ সূত্রে জানা গেছে, চুরির মামলার সন্দেহভাজন আসামি মো. ইলিয়াছ ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে কাউছার হাসানকে গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার উপপরিদর্শক নুরুল করিম, মোহাম্মদ হোসেন ও দিপলু কুমার বড়ুয়াসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন তাদের গ্রেপ্তার করেন।

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।