ফেনীর উত্তরের জনপদের সমৃদ্ধ বাজার আমজাদহাট। এ বাজারের সেড ঘরগুলো দীর্ঘদিন অযত্নে,অবহেলায় ভেঙে পড়েছে। বাজারটি এলাকার অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হলেও অবকাঠামোগত অবহেলায় এর উন্নয়ন থেমে আছে। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বৃষ্টির সময় পণ্য নিয়ে বসা ব্যবসায়ীরা বিপাকে পড়ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সপ্তাহে রবিবার ও বুধবার এ বাজারে হাট বসে, প্রায় ১০ হাজারের অধিক মানুষ এখানে বেচা-কেনা করতে আসেন। জরাজীর্ণ সেড ঘরগুলো যেকোনো মুহূর্তে ধসে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে।
বীর মুক্তিযোদ্ধা নুর আহামদ কোম্পানি জানান, এ সেড ঘরটি আনুমানিক ১৯৮২ থেকে ১৯৯০ সালের মধ্যে নির্মান করা হয়েছিল। দূর-দুরান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে সাপ্তাহিক হাটের দিন সেড ঘরগুলোতে বসতো।
বাজারের প্রবীণ ব্যবসায়ী আবুল সওদাগর জানান, রক্ষণাবেক্ষণের অভাবে এ ঘরগুলো ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ে এর ছাউনি ও কাঠামো ভেঙে যায়। এখন বাজারে খোলা আকাশের নিচে ব্যবসা চালাতে হচ্ছে অনেক দোকানিকে।
ব্যবসায়ী দেলোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সাপ্তাহিক বাজারে আমরা আমাদের উৎপাদিত শাক-সবজি বিক্রি করতে নিয়ে আসি, সেড ঘরগুলো রোদ-বৃষ্টিতে আমাদের আশ্রয়স্থল ছিল, এখন ভেঙে যাওয়াতে আমরা রোদে পুড়ছি, বৃষ্টিতে ভিজছি।
ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন জানান, সেড ঘরগুলো সংস্কারের জন্য দুটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। দুটির মধ্যে একটা অনুমোদন হয়েছে আরেকটি অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। আশা রাখছি খুব দ্রুত বাকী প্রকল্প অনুমোদন হবে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাহিদা অনুযায়ী উপজেলা পরিষদ থেকে একটি প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। আরেক একটি প্রকল্প এখনো প্রক্রিয়াধীন রয়েছে। যেটি অনুমোদন দেওয়া হয়েছে সেটির কাজ শুরু হলে আশা রাখছি সমস্যা সমাধান হবে।