সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেনী ৪ বিজিবি'র সীমান্তে জেলার ফুলগাজীর খেজুরিয়া বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ৩ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করে।
আটককৃত তিন নাইজেরিয়ান নাগরিক হলো সানডে ইবোনাদি এডউইন, কিংসলে চিন্ডু নওকোরি, লোটান্না স্যামুয়েল এ্যানিকিউই।
বিজিবি জানায়, আটককৃতদের কাছে ভারতীয় কোন প্রকার ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়া উল্লেখিত দ্বিতীয় নাইজেরিয়ান নাগরিকের কাছে আসল পাসপোর্ট পাওয়া যায়নি। তাদের কাছ থেকে ১৩ হাজার ভারতীয় রুপী, ১শ ডলার, ১টি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করে বিজিবি।
সাংবাদিকদের তথ্যটি জানান ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদুজ্জামান।