দৈনিক ফেনীতে সংবাদ প্রকাশের পর আর্থিক সহযোগিতা পেয়েছে বন্যায় ঘর হারানো ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামের বাসিন্দা আবু বক্কর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঘর নির্মাণে বক্করের হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেছেন ফেনী হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঞ্জরুল ইসলাম ভূঁইয়া মঞ্জু। তিনি জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান বেঙ্গল বি লিমিটেডের পক্ষে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর দৈনিক ফেনীতে ‘গৃহহীন আবু বক্করের নেই কোন অবলম্বন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তার দুর্দশার ব্যাপারে জানতে পেরে আবু বক্করকে সহযোগিতা করতে এগিয়ে আসেন মঞ্জরুল ইসলাম ভূঁইয়া মঞ্জু।
বক্করকে সহায়তার ব্যাপারে তিনি বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সময়ে মানবিক কাজে এগিয়ে আসতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের ভূমিকার রাখতে হবে। পেশায় রাজমিস্ত্রী বক্করের এই দুঃসময়ে তার পাশে থাকতে পেরে ভালো লাগছে।
উল্লেখ্য, শতাব্দীর ভয়াবহ বন্যায় ফেনীর বিভিন্ন স্থানে অসংখ্য হতদরিদ্র মানুষ গৃহহীন হয়ে পড়ে। বন্যায় ঘর হারিয়ে বক্কর বৃদ্ধা মা মরিয়ম, স্ত্রী কুলছুম ও সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। বন্যায় ভেঙে বক্করের পুরনো চৌচালা টিনের ঘর ধ্বসে পড়ে। গভীর রাতে পরিবার-পরিজন নিয়ে প্রাণ বাঁচাতে অন্যত্র আশ্রয় নেন তিনি। বন্যার্তদের দিনরাত্রি নিয়ে দৈনিক ফেনীতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।