ফুলগাজীতে উপজেলায় প্রথম দিনের করোনা ভাইরাস কোভিড-১৯ এর গণটিকা দেওয়া কার্যক্রম শেষ হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে মুন্সীরহাট আলী আজম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম। সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক, দরবারপুরের ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা আলী আজম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথ্য সূত্রে আরও জানা যায়, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কেন্দ্রের আওতায় ৬ ইউনিয়নের ৬ কেন্দ্রে সাড়ে তিন হাজারেরও অধিক মানুষকে এই করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ব মহামারি করোনা প্রতিরোধে সরকার ঘোষিত চলমান লকডাউন শেষে ফের শুরু হবে কোভিড-১৯ এর ভ্যাকসিন কার্যক্রম।