ফুলগাজীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) এ উপলক্ষ্যে ফুলগাজী মহিলা কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা জাসদের সভাপতি মাষ্টার দুলাল বৈদ্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রকাশ জিয়া মেম্বার, যুগ্ম সম্পাদক হাফেজ আহমদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুঞা, মুন্সীরহাট ইউনিয়ন জাসদের সভাপতি আবুল কাশেম, দরবারপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবুল কালাম মজুমদার, সাঃসম্পাদক আইয়ুব খান, জাসদ নেত্রী নাসিমা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা। এসময় জাসদের কেন্দ্রীয় নেত্রী আঞ্জুমান আরাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৭২ সালের এ দিনে জাসদ প্রতিষ্ঠা লাভ করে।