ফুলগাজীতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে ‘মুজিব বর্ষের মুলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ফুলগাজী থানা চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মোহাম্মদ আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন, ফেনী জেলা জাসদের সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম প্রমুখ।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস নির্মুলে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া মুজিববর্ষের কথা উল্লেখ করে সমাজ তথা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জনগণকে একসাথে কাজ করার আহবান জানান।
এর আগে দিবসটি উপলক্ষ্যে থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।