পরশুরামে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ (২রা ফেব্রুয়ারি) রবিবার কলেজ মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
কলেজের অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক লোকমান হোসাইন। অনুষ্ঠানে ফেনী জেলা পরিষদ সদস্য এম.শফিকুল হোসেন মহিম, কলেজের সিনিয়র শিক্ষিকা কাজী সালমা আক্তারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে বিজয়ীদের অভিনন্দন জানান।