২৪ ডিসেম্বর ২০১৯ ।। পরশুরাম সংবাদদাতা ।।
পরশুরামে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানের ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইয়াছমিন আক্তার এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় বাজারের হাসপাতাল রোডের সায়মা ডেন্টাল ক্লিনিককে ২০ হাজার, খলিলের ফল দোকানকে ১ হাজার, আলাউদ্দিন ক্রোকারিজ ও একটি মুদি দোকানকে ১ হাজার টাকা করে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড ইয়াছমিন আকতার জানান, অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এসময় ফেনী ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সালমা সিদ্দিকাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।