পরশুরামে বল্লামুখা বেড়িবাঁধের পাশে অবৈধভাবে মাটিকাটার দায়ে আবদুর রহিম (৪০) নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ার) বিকেলে মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুরে বল্লামুখা বেড়িবাঁধের পাশে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আকতার নূর।
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিজকালিকাপুরে বল্লামুখা বেড়িবাঁধের পাশে কৃষিজমির মাটিকাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০০৯ অনুসারে ভেকু চালক আবদুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আবদুর রহিম সোনাগাজী উপজেলার দক্ষিণ চরদরবেশ গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে নিজ কালিকাপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আকতার নূর জানান, ঘটনাস্থলে ভেকু দিয়ে মাটিকাটার প্রমাণ পেয়ে অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে মাটিকাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।