বিএনপির ফেনী-১ আসনের নির্বাচনী সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, ২০১৮ সালে ফেনী-১ আসন থেকে ধানের শীষের পক্ষে এমপি প্রার্থী হয়েছিলাম। তখন দেখেছি কে কে পাশে ছিল, এখন বিএনপির নেতাকর্মীর অভাব নেই। ফ্যাসিবাদের সময়ে আমার বিরুদ্ধে ৪০০ মামলা হয়েছিল, ১১ মাস কারাভোগ করেছি।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ম্যানেজার বাড়িতে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন, বেগম খালেদা জিয়া ও ধানের শীষের পক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।
বিএনপি জনগণের দল উল্লেখ করে রফিকুল আলম মজনু বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে দু-চারজন লোক এদিক সেদিক গেলে বিএনপির কোনো ক্ষতি হবে না। বেগম খালেদা জিয়া ফেনীর মানুষের গর্ব। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে খালেদা জিয়াকে নির্বাচিত করে বিগত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত মানুষের সেবা করার সুযোগ দিতে আহ্বান জানান তিনি।
ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুদ্দিন পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক ও সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা জাসাস নেতা জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম।
