পরশুরামের মোহাম্মদপুরের মাদ্রাসাছাত্র পথিকুল ইসলাম বাদশা (১৩) নিখোঁজের ১০ দিন পরও বাড়িতে ফেরেনি। বাদশাকে খুঁজে না পেয়ে তার পরিবারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে পথিকুল ইসলাম বাদশা (১৩) গত ১০ অক্টোবর সকালে মোহাম্মদপুর দারুল আক্রাম কুয়েতি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর আর মাদ্রাসায় বা বাড়িতে ফেরেনি।
নিখোঁজ বাদশার বাবা সাদ্দাম হোসেন জানান, আমার স্ত্রী তাহেরা আক্তারের চিকিৎসার জন্য তাকে নিয়ে গত ৮ অক্টোবর চট্টগ্রামে যাই। ছেলে মাদ্রাসায় থাকায় তাকে নিয়ে যাইনি। গত ১৬ অক্টোবর বাড়িতে ফিরে এসে ছেলেকে দেখতে মাদ্রাসায় যাই। মাদ্রাসায় ছেলেকে না পেয়ে মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক জানান, ১৬ অক্টোবর সকাল ৯ টার দিকে আমার ছেলে ছুটি নিয়ে বাড়িতে যায়। পরে সে মাদ্রাসায় ফিরে আসেনি।
আমার ছোট মেয়ে পলি আক্তারকে জিজ্ঞেস করলে সে বলে, বাদশা দুই দিন বাড়িতে ছিল। মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যায়নি। আমার আত্বীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোন সন্ধান পাইনি। পুনরায় কয়েক দফায় মাদ্রাসায় গিয়ে বিষয়টি কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করতে চাইলে আমাকে শান্তনা বা পরামর্শ না দিয়ে বারবার বিষয়টি এড়িয়ে গেছে।
এ ঘটনায় শনিবার (১৮ সেপ্টেম্বর) নিখোঁজ পথিকুল ইসলাম বাদশার বাবা সাদ্দাম হোসেন পরশুরাম মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বাদশার উচ্চতা ৪ফুট ১০ইঞ্চি, গায়ের রং কালো, চুল ছোট ও শরীরের গঠন পাতলা।