তিন মেয়ে আর স্ত্রী নিয়ে মো: ফারুকের পরিবার। রাজমিস্ত্রীর সহকারি হিসেবে কাজ করে কোন রকমে সংসার চলতো। পরশুরামের ভারত সীমান্তের দক্ষিণ বাউর পাথর গ্রামে এবারের ভয়াল বন্যায় ঘর হারিয়েছে ফারুক। ঘর হারিয়ে যখন চোখেমুখে অন্ধকার দেখছিলেন, তখন আশার প্রদীপ হয়ে তার জন্য নতুন ঘর তৈরি করে দেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি সংস্থা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ভয়াবহ বন্যায় উপজেলার প্রায় ৫০টি গ্রাম পানিতে তলিয়ে যায়। বন্যায় ঘর হারায় ৫শতাধিক পরিবার। দক্ষিণ বাউরপাথর গ্রামে মো.ফারুক ৩ মেয়ে ও স্ত্রীকে বসবাস করতেন মাটির ঘরে। ২০ আগস্ট রাতে মূহুরী নদী ছাপিয়ে পানি ছড়িয়ে পড়ে আশপাশে। বন্যার প্রবল স্রোতে ধ্বসে পড়ে ঘর। এতে অল্পের জন্য রক্ষা পান মো. ফারুকের পরিবার।
মাথা গোঁজার ঠাঁই হারিয়ে স্ত্রী ও মেয়েদের নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। ফারুকের শরীরে বাসা বেঁেধছে চর্মরোগ। কাজ করলেই শরীরে বাড়ে রোগের প্রকোপ। এর মধ্যে নতুন ঘর কীভাবে বানাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন আলোকিত ব্লাড ডোনার ক্লাব ও রাহবার’ এর সহযোগিতায় মো: ফারুকের ঘর তৈরিতে এগিয়ে আসে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন। প্রবাসীদের অর্থায়নে সংস্থাটি ফারুকের ঘর নির্মাণ কাজ শুরু করে। গতকাল মঙ্গলবার মো: ফারুকের ঘর উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা।
নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত মো. ফারুক জানান, বন্যায় আমার ঘর নিয়ে গেছে। দৈনিক ২/৩শ টাকা রুজি করে সংসার চলে। আমার পক্ষে নতুন ঘর তৈরি করা কখনো সম্ভব ছিল না। আল্লাহ্ সব পারেন। আমি অনেক খুশি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল,ফুলগাজী পাইলট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো মহি উদ্দিন, পরশুরাম প্রেসকøাবের সভাপতি এমএ হাসান,রাহবার’র সাংগঠনিক সম্পাদক এনামুল করিম আজাদ,আলোকিত ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন শোভন, সভাপতি তরিকুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ইমন প্রমুখ।
প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, মো. ফারুকের ঘরটি নির্মাণে আমাদের এলাকার প্রবাসীরা অর্থায়ন করছে। ঘরটি নির্মাণে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা খরচ হয়েছে।
ইউএনও আফরোজা হাবিব শাপলা বলেন, খুবই ভালো উদ্যোগ। পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিভিন্ন সংগঠন দাঁড়াচ্ছে। তাদেরকে সাধুবাদ জানাই।