পরশুরামে বল্লামুখার বাঁধসহ মুহুরী, কহুয়া সিলোনিয়া নদীতে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নিজ কালিকাপুরে বল্লামুখা বাঁধ ও মুহুরী নদী পরিদর্শনকালে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন করে স্থানীয়রা। এসময় এলাকাবাসীর পক্ষে উপদেষ্টার হাতে স্মারকলিপি প্রদান করেন ফেনী জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট এমদাদ হোসাইন।
স্থানীয় জহিরুল ইসলাম জানান, স্মারকলিপিতে ভারতীয় পানি আগ্রাসন রোধকল্পে ফেনীবাসীকে ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা করার জন অগ্রাধিকার ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণের প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।