বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব বলেছেন, বল্লামুখার বাঁধ কেটে দিয়ে ভারত পরিকল্পিত ও রাজনৈতিক বন্যায় ফেনীকে ডুবিয়েছে। ভারত থেকে আসা বন্যার পানি বন্ধ করা না হলে, পরশুরামের মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে বন্যার সময় ভারতীয়দের কেটে দেয়া বল্লামুখার বাঁধ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি নেতা আবু তালেব আরও বলেন, ভারত অন্যায়ভাবে বল্লামুখার বাঁধ কেটে দিয়েছে। এ সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ করে বিএনপির হাই কমান্ডের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। মানুষের জানমাল ও বাড়িঘর রক্ষায় অতি দ্রুত বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ স্থায়ীভাবে নির্মাণের জন্য বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
আবু তালেব বলেন, বন্যার শুরু থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বিএনপির নেতাকর্মীদের নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মজুমদার, মিজানুর রহমান চৌধুরী, মির্জানগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, মাষ্টার নুর আহাম্মাদ মাষ্টার,মির্জানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আতা এলাহী, বিএনপি নেতা হাজী করিম, সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জিয়া মঞ্চ ফেনী জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব নুর হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, মির্জানগর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন,জসিম, মিলন, ছাত্রনেতা সাইফুল, মাসুদ, লিটন, মোবারক, আল আমিনসহ স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।