জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের প্রত্যেক দুর্যোগ ও দুঃসময়ে আমরা জনগণের পাশে আছি। এবারের বন্যায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সেটা প্রমাণ করেছে। এখন ফেনীকে বাঁচাতে হলে মুহুরি, কহুয়া ও সিলোনিয়ার বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে নির্মাণ করুন। তাহলে ফেনীবাসী বন্যা থেকে রক্ষা পাবে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে সোনালী ব্যাংক চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে আয়োজিত পথসভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা মজলিশে শুরা সদস্য ও মির্জানগর ইউপির সাবেক চেয়ারম্যান মাও নুর মোহাম্মদের সভাপতিত্বে ও পরশুরাম পৌরসভা জামায়াতের আমীর মাও. মো. মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

গত দুই দশক পর পরশুরামে এটাই জামায়াতের আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রথম বিশাল সমাবেশ করেছে দলটি। পথসভায় জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে রূপ নেয়।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, অসংখ্য মানুষকে খুন, গুম হত্যা করে তারা আমাদের শেষ করবে ভেবেছিল। কিন্তু সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা রুখে দিয়েছে। ইতিবাচক কাজের মাধ্যমে আমরা প্রতিশোধ নেব। আমরা মানুষের জন্য কাজ করি, সেগুলো প্রদর্শন করিনা।

পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামায়াতের ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক এডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর একেএম শামসুদ্দিন, ফেনী শহর আমীর মোহাম্মদ ইলিয়াস, জেলা সেক্রেটারী মুফতি আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আবু হানিফ হেলাল, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হালিম, পরশুরাম উপজেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি ছাত্রনেতা সাদ্দাম হোসাইন, উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মিরাজ হোসেন সহ উপজেলা ও ইউনিয়নে নেতৃবৃন্দ। পরে পরশুরামের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জামায়াত নেতারা।