পরশুরমে তিন মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে মূল্য তালিকা না থাকা ও খোলা বিস্কুট, চানাচুর বিক্রি করার অপরাধে পরশুরাম উত্তর বাজারে অবস্থিত ডেইলি বাজারকে ৫ হাজার , পরশুরাম বাজারের মেইন রোডে অবস্থিত মিন্টু স্টোরকে ৫ হাজার ও হাসপাতাল রোডের ন্যশানাল স্টোর ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন পরশুরামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যৌথ টাস্কফোর্স। অভিযান অংশ নেন ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সব ইন্সপেক্টর গোপাল কৃষ্ণদাস, উচ্চমান সহকারী নিখিল চন্দ্র দেবনাথ, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তামান্না ইসলাম, পরশুরাম বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোখলেছুর রহমান এর নেতৃত্বাধীন ৫ সদস্যদের একটি বিজিবি দল।