পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামের কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গনস্থল পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। আজ শনিবার (৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে ভাঙ্গনস্থল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ভাঙ্গন স্থানটি টেকসইভাবে মেরামত করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরের দিকে পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়।
পরে বক্সমাহমুদ ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ের আওতায় নির্মিতব্য ঘরের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় ঘরের কাজ ঠিকভাবে করতে ঠিকাদারকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) প্রিয়াঙ্কা দত্ত, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: খালেদ হোসেন, বক্সমাহমুদ ইউপি চেয়্যারমান জাকির হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।