করোনাভাইরাস মুক্ত হলেন পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন।
আজ সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইন্দ্রজিৎ ঘোষ কনক দৈনিকফেনীডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ফলাফলে তার ২য় নমুনা নেগেটিভ এসেছে।
ভাবন জানান, গতকয়দিন থেকে তার শারীরিক কোনধরনের সমস্যা নেই। বর্তমানে তিনি এবং তার পরিবারের সবাই সুস্থ্য রয়েছেন।
এর আগে জ্বর, কাশিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে গত ৫ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন তিনি। ৮ জুলাই প্রাপ্ত পরীক্ষার ফলে তার করোনা পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হন উপজেলা ছাত্রলীগের এ নেতা।
করোনাকালের শুরু থেকেই পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ত্রাণ নিয়ে উপজেলার প্রত্যন্ত প্রান্তে ছুটেছেন তিনি।