জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরশুরামে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছে উপজেলা যুবলীগ। আজ শক্রবার (১৯ জুন) সকালে বিলোনিয়া রেল সড়কে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইয়াছিন শরীফ মজুমদার বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় জেলা যুবলীগের নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশবান্ধব অনেক পদক্ষেপ নিয়েছেন। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এ পদক্ষেপ নিয়েছি। এ গাছের চারা বড় হলে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
বৃক্ষরোপন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, সহ-সভাপতি আবদুল মান্নান লিটন, সাংগঠনিক সম্পাদক সাইফুল করিম মজুমদার নিহাদ, কামরুল হাসান শাহ্, প্রচার সম্পাদক একরামুল হক চৌধুরী পিয়াস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ খোকন, সদস্য রফিকুল ইসলাম রাসেল, চিথলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন প্রমুখ।