সড়ক উন্নয়নের কাজ প্রায় বন্ধ। করোনায় একরকম বেকার ও অর্থাভাবে কাটছে ফেনীর পরশুরামের কেতরাঙ্গায় নারী শ্রমিকদের। স্থানীয় ভাষায় রিফাই কর্মীদের 'মানুষের পক্ষ' থেকে ভালোবাসা পৌঁছে দিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ফেনীর সন্তান সাদ বিন কাদের চৌধুরী।


আজ রবিবার (৩১ মে) সকালে পরশুরাম উপজেলার কেতরাঙ্গায় ৩৫ শ্রমজীবী নারীর হাতে খাদ্য উপহার তুলে দেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের। এসময় তাদের সামাজিক দুরত্বে রেখে উপহার প্রদান করা হয়।


শ্রমজীবী নারীদের সহায়তা প্রসঙ্গে সাদ বলেন, এ মানুষগুলো খেটে খেয়ে বাঁচে। বৈশ্বিক মহামারি করোনায় তারাও কাজ হারিয়ে ক্ষতিগ্রস্ত। তাই তাদের উপহার দেয়া নৈতিক দায়িত্ব।


উপকারভোগীদের একজন পুতুল আক্তার বলেন, কাজ থাকলে আমরা ভালো থাকি। এখন চলতে কষ্ট হয়। এ সহযোগিতায় কয়েকটা দিন চিন্তামুক্ত থাকা যাবে।


দেশে সাধারণ ছুটির পর থেকেই মানবতায় কাজ করছেন সাদ।


সাদ জানান, ইতোপূর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় ৮শ'র অধিক শিক্ষার্থী বন্ধুর বাসায় খাদ্যসামগ্রীর উপহার পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফেনীর ৮২ জন শিক্ষার্থীর পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে পূণরায় আরও ৮শ পরিবারকে উপহার পাঠানো হয়েছে।


দেশে সাধারণ ছুটির শুরু থেকে নিজেকে মানবতায় নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে সাদ জানান, করোনা বৈশ্বিক মহামারি। এখনই সময় মানুষের পাশে দাঁড়াবার। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক, দিনমজুর, মধ্যবিত্তসহ আরও ১ হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে।


মধ্যবিত্তের ঘরে সহজে উপহার পৌঁছে দিতে ফোন কল ও ম্যাসেজ অপশন চালু রেখেছেন সাদ। এ প্রসঙ্গে তিনি জানান, প্রতিদিন গড়ে ৪০ হতে ৫০ পরিবারের কাছে নিরবে উপহার সরবরাহ করা হচ্ছে। এ পর্যন্ত ফেনীতে দেড় হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।


মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সাদ বলেন, বিভিন্ন পর্যায়ের মানুষকে নিজের পাশে পেয়েছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, আমার পরিবার এ কাজে আমাকে প্রত্যক্ষ সহযোগিতা করছেন।