বাবা-মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে পরশুরামে মোঃ রুবেল ওরফে জিসান (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে তার পরিবার জানিয়েছে।

আজ শনিবার সকালে পরশুরামের বাউরপাথর গ্রামের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সে ওই এলাকার মোঃ জমছু মিয়ার ছেলে বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান লিটন জানান।


কাউন্সিলর জানান, ওই যুবক পরশুরাম বাজারে দর্জির কাজ করত। আজ সকালে সে বাবা-মা’র টাকা চায়। টাকা না পেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবী করছে।


পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন। লাশটি তার বাড়ির পাশের দড়ি দিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। এ ঘটনায় তার বাবা থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান ওসি।