আগামীকাল বুধবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ। বুধবার দুপুর আড়াইটায় ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে জেলার ১১টি ক্লাব নিয়ে লীগ পদ্ধতিতে ভার্চুয়ালি যুক্ত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নূরন্নবী, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন।
মামুনুর রশিদ মিলন দৈনিক ফেনীকে জানান, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টে মোট ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে প্রত্যকটি দল একে অন্যের সাথে খেলবে।
তিনি বলেন, টুর্নামেন্টে দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলার ২টি করে দল অংশগ্রহণ করেছে। অন্য ৭টি দল সদর উপজেলার।
উদ্বোধনী খেলায় রামপুর বয়েজক্লাব মোকাবেলা করবে দাগণভূঞা স্পোটিং ক্লাবের।