জেএফএ (জাপান ফুটবল অ্যাসোসিয়েশন) কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে খেলতে লক্ষীপুর যাচ্ছে ফেনীর মেয়েরা। আজ দুপুর আড়াইটায় লক্ষীপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ব্রাহ্মণবাড়িয়ার মুখোমুখি হবে ফেনী জেলা দল।
সোমবার বিকালে দলের জার্সি উম্মোচন করেন প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজজামান। এসময় তিনি খেলোয়াড় ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।
দলের প্রধান কোচ তৌহিদুল ইসলাম তুহিন জানান, সকাল ৮টার দিকে লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা হবে ২১ জন খেলোয়াড় ও ৬ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত দলটি। নকআউট পদ্ধতিতে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে ৮টি দল অংশ নিচ্ছে।
তুহিন জানান, জয়ের লক্ষ্য নিয়েই লক্ষীপুর যাচ্ছি আমরা। এবারের টিম অনেক শক্তিশালী। গত দেড় মাস ধরে কঠোর অনুশীলন করেছে মেয়েরা। তাদের পারফরম্যান্স নিয়ে আমি যথেষ্ঠ আশাবাদী। তিনি বলেন, দলের বেশির ভাগ মেয়েই বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে অংশ নিয়েছে। তাদের উৎসাহ ও অনুশীলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম সহযোগিতা করেছেন।
জার্সি উম্মোচনকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ হারুন উর রশিদ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রব্বানী, জেলা ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মহিলা দলের কোচ তৌহিদুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর আলম, ম্যানেজার সালমা কলিসহ বিভিন্ন দলের ফুটবল খেলোয়াড় ও রেফারীরা।
উল্লেখ্য, আজ থেকে টানা ষষ্ঠবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব। দেশের সাতটি ভেন্যুতে প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এতে ৪৯টি দল অংশ নিচ্ছে। নভেম্বরের শেষের দিকে চূড়ান্ত পূর্ব অনুষ্ঠিত হবার কথা রয়েছে।