জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ফেনী সদরের বালিগাঁওয়ে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং সান’র আয়োজনে মরুয়ার চরের বটতলায় টুর্নামেন্টটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রসাশক বালিগাঁওয়ে একটি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন। অনুষ্ঠানে শেষে তিনি স্টেডিয়ামের জন্য জায়গা পরিদর্শন করেন।


রাইজিং সান ক্লাবের সভাপতি ও ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বালিগাঁওয়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’ প্রতিবছর আয়োজনের ঘোষণা দেন।


এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন, আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু।


জিয়া উদ্দিন বাবলু জানান, টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। নক আউট পদ্ধতির টুর্নামেন্টটি পরিচালিত হবে।


আজ উদ্বোধনী খেলায় মিতালী সংঘকে হারিয়ে ফেনী সরকারি কলেজ জয়লাভ করে। ফেনী কলেজ ক্রিকেট দলের পক্ষে ম্যাচ সেরা নির্বাচিত সুমন।