বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে যুব বিশ্বকাপে অংশ নিতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ফেনী ছেলে শাহরিয়ার আহমেদ। সাইফ উদ্দিনের পর ফেনী থেকে যুব বিশ্বকাপ খেলতে যাওয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি।
শাহরিয়ার আহমেদ একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সন্তান। ছোটবেলায় শাহরিয়ারকে ফেনী ক্রিকেট একাডেমিতে ভর্তি করান তার বাবা কবির আহমেদ। ফেনী ক্রিকেট একাডেমির কোচ ও জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিনের তত্ত্বাবধানে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়।
ফেনী জেলা অনূর্ধ্ব-১৪ দলের মাধ্যমে শাহরিয়ারের প্রতিযোগিতামূলক ক্রিকেটে পথচলা শুরু হয়। ওই বছর জেলা দলে ভালো পারফরম্যান্সের সুবাদে বিভাগীয় দলে সুযোগ পেয়ে সর্বোচ্চ ২৭ উইকেট শিকার করেন তিনি। পরবর্তীতে বিকেএসপিতে সুযোগ পেয়ে সেখানে ভর্তি হন শাহরিয়ার।
তিনি ফেনী জেলা অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দলে নিয়মিত খেলেছেন এবং চট্টগ্রাম বিভাগীয় দলেও নিজের জায়গা করে নেন। ২০২৪/২৫ মৌসুমে ইয়ুথ ক্রিকেট লিগে ওয়ানডে ও টি-টুয়ান্টি দুই ফরম্যাটেই ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়ে বয়সভিত্তিক দলের নির্বাচকদের নজরে আসেন শাহরিয়ার। এরপর চলতি বছর শ্রীলঙ্কা সফর ও দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ দলে অংশগ্রহণের মধ্য দিয়ে যুব বিশ্বকাপ দলে জায়গা করে নেন এই ক্রিকেটার।
শাহরিয়ার আহমেদ ফেনী জেলার শর্শদী ইউনিয়নের সাফিয়াবাদ গ্রামের (মৃধা বাড়ি) বাসিন্দা। তিনি কবির আহমেদ ও রাসেদা বেগমের সন্তান।
