টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত খেলার ফল পাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টি-টোয়েন্টি র্যাংকিং এর ইতিহাসে প্রথমবারের মতো ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অষ্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের সাথেও দুর্দান্ত খেলছে টাইগাররা।নিউজিল্যান্ডের সাথে ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে তারা।
শুক্রবার (৩ সেপ্টেম্বর)নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে জয়ের মাধ্যমে অষ্ট্রেলিয়াকে টপকে প্রথমবারের মতো টি-২০ র্যাংকিং এর ৬ নম্বরে উঠে এসেছে টাইগাররা। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জয়ের মাধ্যমে টি-২০ র্যাংকিংয়ে প্রথমবারের মতো ৭ম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর)নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে জয়ের মাধ্যমে অষ্ট্রেলিয়াকে টপকে প্রথমবারের মতো টি-২০ র্যাংকিং এর ৬ নম্বরে উঠে এসেছে টাইগাররা। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জয়ের মাধ্যমে টি-২০ র্যাংকিংয়ে প্রথমবারের মতো ৭ম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ।
বাংলাদেশের উত্থানে অবনমিত হয়েছে অস্ট্রেলিয়া। এক ধাপ পিছিয়ে অজিরা এখন সপ্তম স্থানে। বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ পরাজয় বড় প্রভাব রেখেছে অজিদের র্যাংকিংয়ে।
বাংলাদেশের সর্বশেষ অষ্ট্রেলিয়া সিরিজে ৪-১ ব্যবধানে জয় ও তার আগে জিম্বাবুয়ে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের ধারাবাহিক সাফল্যের পুরষ্কার ধরা দিচ্ছে নিউজিল্যান্ড সিরিজে।
ছবি- ইন্টারনেট
তথ্যসূত্র- বিডিক্রিকটাইম