বাংলাদেশ ক্রিকেট যাত্রার শুরু দিকের সেরা লেফট্ আর্ম স্পিনার মোহাম্মদ রফিক। বঙ্গদেশীয় ক্রিকেটের হাতেখড়ি শুরু যাদের অবদানে তার বড় একটা অংশজুড়ে রয়েছে মায়াবী হাসির আমাদের রফিক ভাই।
তার হাতেই বাংলাদেশ ক্রিকেটের লেফট আর্ম স্পিন যাত্রার শুরু। সে যাত্রার অনুজ হয়েছেন একেএক করে সাবিক আল হাসান, তাইজুল ইসলামের মত বিশ্বসেরা বাহাতি স্পিনার।
রফিক যখন ব্যাটসম্যান শিকারে বাইশ গজে বল ছুড়ছে তখন হয়ত সাকিবরা টেলিভিশনের পর্দায় বাহাতি হওয়ার স্বপ্ন দেখছে।
যেকোনো অংশে শুরু করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কারন শিখিয়ে দেওয়া বা বুঝিয়ে নেওয়ার সুযোগটা কেউ নিতে পারেনা।
রফিক সে শুরুটা করেছে আর তাইজুলরা সেটা অনুসরণ করে হয়ে উঠছে আরও বেশি ভয়ংকর বাহাতি স্পিনার।
একটু পিছনে যাওয়া যাক।সালটা ২০০৭ এর গোড়ায়,
আফ্রিকা একাদশ বনাম এশিয়া একাদশের মধ্যকার সিরিজ চলছে। বাংলাদেশ থেকে সুযোগ আসে স্পিনার রফিকের। খেলা চলছে দ্বিতীয় ইনিংসের,ম্যাচের টার্নিং পয়েন্ট সিচুয়েশনে সব বলার উইকেট নিতে ব্যর্থ, ব্যাটিং-এ আছেন এভিডি ভিলিয়ার্স এবং বোলিং-এ আসলেন রফিক ভাই।পরপর টানা তিন উইকেট নিয়ে খেলার সিচুয়েশন দু-তিন ওভারেই চ্যাঞ্জ করে দিলেন।
ক্রিকেটের এমন অনেক ভালদিনের কারিগর বাহাতি জাদুর এই স্পিনার। বোলিং এর পাশাপাশি ব্যাটিং সেক্টরেও মাঝেমধ্যে দলের দায়িত্ব নিয়ে খেলেছে অসংখ্য ম্যাচ।
দেশের ক্রিকেটে এতশত অবদান রেখেও তার প্রাপ্যটুকু হয়ত ঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ দেশের ক্রিকেট অঙ্গন।
সিনিয়র সাবেক ক্রিকেটারদের মত সম্মাননা বা সুযোগ সুবিধার অনেকটা কমতি থেকে গেল রফিকের। তাকে রাখা হয়নি বিসিবির অফিসিয়াল কোনো কর্মকাণ্ডে। অথচ দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিষ্ঠান পরিচালনায় সাজানো উচিত ক্রিকেট ব্যক্তিত্বদের আদলেই।
তারপরেও দেশের ক্রিকেট তৈরির ভুমিকায় অবদান রাখা মোহাম্মদ রফিক কেন অবহেলিত-
এমন প্রশ্নে ঘুরপাক কোটি ক্রিকেট ভক্তদের মনে।
বিশ্বমানের এই স্পিনারকে আরও ভালভাবে কাজে লাগানোর সুযোগ ছিল বিসিবির।কিন্তু বারবারই অবহেলার শিকার আমাদের প্রিয় রফিক ভাই।
এক সময়ের সবার প্রিয় মোহাম্মদ রফিক এখন ভাল নেই। গত ৭ই মে তারিখে একটি সাক্ষাতে অনেকটা অসহায় কন্ঠে নিজের কষ্টের কথাগুলি জানাচ্ছিলেন।
করোনাজনিত কারনে দেশের সাময়িক লকডাউনে তার ব্যক্তিগত ব্যবসায় অনেকটা ক্ষতির মুখোমুখি। বিশাল অংকের টাকার মালামাল আমদানি করে সেগুলি বাধ্য হয়ে সংরক্ষণে রাখতে হচ্ছে। তাই ব্যাংক থেকে লোনের টাকা পরিশোধে হিমশিম পোহাতে হচ্ছে রফিক ভাইকে।
দুর্দিনের কারিগর এই খেলোয়াড়কে ক্রিকেটের এমন সুদিনেও অসহায়ত্ব পরিস্থিতিতে দেখে ভাল নেই দেশের কোটি ক্রিকেট ভক্তরা।
দেশের ক্রিকেট অঙ্গনের দাবি-
মোহাম্মদ রফিক কে আরও ভালভাবে মূল্যায়ন করে যথাযথ সুযোগ সুবিধা এবং দায়িত্ব দেওয়া হোক।
মহান আল্লাহ ভাল রাখুক রফিক ভাইকে।