কমিশনার জয়নাল আবেদীন স্মৃতি ফেনী সরকারি কলেজ লীগে ১ম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে গণিত বিভাগ। আজ (১৫ মার্চ) ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত লীগের ১ম কোয়ার্টার ফাইনালে ৯ উইকেটে উচ্চ মাধ্যমিক বিভাগকে হারিয়ে সেমিফাইনালে উঠে গণিত বিভাগ। একই দিনের প্রথম ম্যাচে ইংরেজি বিভাগকে ৭ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বিএসএস/ বিএ।
দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বিএসএস/ বিএ এর বোলার হোসাইনের দুর্দান্ত বোলিংয়ের মুখে মুখ থুবড়ে পড়ে ইংরেজি বিভাগ। নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে তারা। বিএসএস/ বিএ’র বোলার হোসাইন ২০ রানে ৬ উইকেট লাভ করে।
জয়ের লক্ষ্যে ৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন বেগ পেতে হয়নি বিএসএস/বিএ’র ব্যাটসম্যানদের। ৭ ওভারে ৭ উইকেট বাকি থাকতেই জয় নিশ্চিত করে তারা। ম্যাচে অসাধারণ বোলিংয়ের জন্য বিএসএস/ বিএ’র বোলার হোসাইন ম্যাচ সেরা নির্বাচিত হয়।
একই দিন লীগের ১ম কোয়ার্টার ফাইনাল ম্যাচে গণিত বিভাগের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে উচ্চ মাধ্যমিক বিভাগ। নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে টুর্নামেন্টের এ কনিষ্ঠ দলটি। গনিত বিভাগের বোলার রবিন ৪ উইকেট লাভ করে।
জয়ের লক্ষ্যে ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সেমিফাইনালে উন্নীত হয় গণিত বিভাগ। ম্যাচে অসাধারণ বোলিং নৈপুন্যের জন্য গণিত বিভাগের বোলার রবিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
এসময় গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিবপ্রসাদ দাশ গুপ্ত, সহকারি অধ্যাপক মোঃ আফতাব উদ্দিন, আমিন উদ্দিনসহ ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।