জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরশুরামে টি-১০ লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
প্রধান অতিথির বক্তব্যে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও আপনারা সবসময় বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন, ক্রিকেটকে সমর্থন করবেন। আমিও আপনাদের সবসময় ভালোবাসি।
তিনি বলেন, আজকে পরশুরামবাসীর এমন ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ্ ভবিষ্যতে আবারো এখানে আসব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রিড়া সংস্থার সভাপতি ইয়াছমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, এ আয়োজনের মাধ্যমে পরশুরামের তরুণ ক্রিকেট খেলোয়াড়রা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ক্রিকেটে ভূমিকা রাখতে পারবে।
তিনি বলেন, যুব সমাজ এসব খেলাধুলার মাধ্যমে বিপথগামী পথ থেকে সরে আসতে পারবে বলে আমি আশা করছি।
এসময় মেয়র করোনা ভাইরাস মোকাবেলায় বলেন, আপনারা আতংকিত না হয়ে সচেতন হোন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করলে এ ভাইরাস আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
আয়োজক সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সলিয়া একতা সংঘ ক্লাবের আয়োজনে টি-১০ পদ্ধতিতে উপজেলার ৮টি দল অংশ নেয়। আজ বিকাল ৩টায় ফাইনাল খেলায় অনন্তপুর একাদশকে হারিয়ে সলিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানের জেলা পরিষদ সদস্য শফিকুল হোসেন মহিমের পরিচালনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুল নাহার পাপিয়া, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন, মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, পৌরসভার প্যানেল মেয়র রাসুল আহমেদ মজুমদার স্বপন, জেলা পরিষদ সদস্য নিলুফা করিম মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়াছিন শরীফ মজুমদার, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, এনামুল হক এনামসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।