১৫ জানুয়ারি ২০২০ ।। ক্রীড়া প্রতিবেদক ।।


শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২০ (অনুর্ধ্ব-১৪) এ সেমিফাইনালে উঠেছে ফেনীর বালক ও বালিকা দ্বৈত দল। আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কোয়াটার ফাইনাল জিতে সেমিফাইনালে ওঠে দল দুটি।


ফেনী স্কুল ব্যাডমিন্টন একাডেমীর প্রশিক্ষক ও পরিচালক তসলিম হাজারী জানান, টুর্নামেন্টে একাডেমীর বালক ও বালিকা দল নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। তিনি জানান, বালক দলে আরিয়ান ও আরমান এবং বালিকা দলে মাহি ও ইশিতা খেলছে।

তসলিম হাজারী জানান, আজ রাত ৮টায় উভয় দল সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।