ছাগলনাইয়ায় অজ্ঞাত এক যুবকের (২৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবী, নিহত ওই যুবক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রবিবার দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের আঁধার মানিক এলাকায় দুই ডাকাতের দলের গোলাগুলিতে সে গুলিবিদ্ধ হয়। তবে নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
ছাগলনাইয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল মধ্যরাতে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর আঁধার মানিক গ্রাম এলাকায় দুটি ডাকাত দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার পুলিশ ওই এলাকায় পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, রাতে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। তাঁর শরীরে গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবক মারা যান।
ছাগলনাইয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় পৃথক মামলা করবে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামে গোলাগুলির ঘটনায় দুই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ বন্দুকযুদ্ধের কথা বললেও ওই দুই যুবকের পরিবার জানিয়েছিল, বৃহস্পতিবার দুপুরে দুই যুবক একটি ডাকাতির মামলায় ফেনী আদালতে হাজিরা দেওয়ার পর নিখোঁজ হন।