৯ জানুয়ারি ২০২০ ।।ছাগলনাইয়া সংবাদদাতা।।


ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় আজ বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। তিনি শিক্ষার প্রসার এবং উন্নয়নের জন্য কাজ যাচ্ছেন। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে মাদ্রাসা শিক্ষাকেও সমাল তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।


বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নের দৌলতপুর মিনাকাজী ঘোনা আদর্শ দাখিল মাদ্রাসায় ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


‘বেসরকারী নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক’ প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করছে। এটি নির্মাণের মাদ্রাসার পাঁচশতাধিক শিক্ষার্থী উপকৃত হবে।


ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সকলকে মুজিব জন্মশতবার্ষিকী পালনের আহ্বান জানিয়ে সাংসদ শিরীন আখতার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে আজকের শিক্ষার্থীরা।


এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জু, যুব জোটের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, দৌলতপুর মিনাকাজী ঘোনা আদর্শ দাখিল মাদ্রাসা সভাপতি মহিউদ্দিন বাবলু, মাদ্রাসার দাতা সদস্য মবিনুল হক ফাহিম, মাদ্রাসা সুপার আমিন শরীফসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।