ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা সেবক’ এলাকার শিশু কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করে। টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়কারীদের বাই সাইকেল উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করে। এ প্রতিযোগিতায় স্থানীয় ৭ থেকে ২০ বছর বয়সী ৩৯ জন শিশু কিশোররা অংশগ্রহণ করে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একটানা চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করে আদিব, রোহান, মিনহাজ, নূরাজ, রাকিব, জেবিন, রিফাত, আবদুল্লাহ, কাইয়ুম, ফয়সাল ও মোবারক হোসেন বাই সাইকেল উপহার পায়। এছাড়াও এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এ ক্যাটাগরির ৬ জন ও বি ক্যাটাগির ৪ জন সহ সকল অংশগ্রহণকারীকে শান্তনা পুরস্কার প্রদান করেছে আয়োজক সংগঠন। এছাড়াও সমাজ উন্নয়নে মানবিক কাজে অবদান রাখায় সেচ্ছাসেবী সংগঠন মোহামায়া ব্লাড ডোনার্স ফাউন্ডেশন, জেএস সোসাইটি, মটুয়া সমাজ কল্যাণ সোসাইটির ও বক্তারহাট ক্রীড়া সোসাইটিকে বিশেষ সম্মাননা স্মারক উপহার প্রদান করে আমরা সেবক সংগঠন।
দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আমিন উল্যাহ'র সভাপতিত্বে ও আমরা সেবক'র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, আমরা সেবক'র সভাপতি রাকিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মতিউর রহমান জামে মসজিদের সভাপতি খালেদ হোসেন ডালিম, খতিব মুফতি সাইফুল ইসলাম, পেশ ইমাম হাফেজ মহিউদ্দিন, কাতার প্রবাসী সাজ্জাদ হোসেন বাবু, কুয়েত প্রবাসী মোঃ সোহেল ও দুবাই প্রবাসী সাখাওত হোসেন সাকের। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, জেএস সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, মোহামায়া ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহসান হাবিব আরাফাত হোসেন, মটুয়া সমাজ কল্যাণ সোসাইটির প্রতিনিধি ফাহাদ শেখ। এসময় আমরা সেবক'র সাধারণ সম্পাদক মিনহাজুল হক মিহির, প্রচার সম্পাদক আবু নোমান, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন মিরাজ সহ সংগঠনে সদস্য বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
