ছাগলনাইয়ায় ঘোপালের নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে প্রবেশ করে ৬কিশোরকে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত মহিপাল সরকারি কলেজে ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাহাত উদ্দিন ভূঁইয়ার পদ স্থগিত করেছে ফেনী জেলা ছাত্রদল।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহিপাল সরকারি কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি রাহাত উদ্দিন ভূঁইয়া এর পদ স্থগিত করা হল। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন
এর আগে গত রোববার (২ নভেম্বর) দুপুরে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ে ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাহাত উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এ হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতরা সকলে নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ঘটনার দিন সন্ধ্যায় স্কুল ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও উভয়পক্ষের অভিভাবকরা বৈঠক করেন। সেখানে প্রত্যেক আহতকে ১০ হাজার টাকা করে চিকিৎসা খরচ দেওয়ার সিদ্ধান্ত হয় এবং থানায় অভিযোগ না দেওয়ার শর্তে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
