ছাগলনাইয়ায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত সোমবার (২৭ অক্টোবর) এক রাতে একই বাড়ীর পাশাপাশি তিন গোয়াল ঘর থেকে ৬ টি গরু চুরি হয়। উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ কুহুমা ওবায়দুল হক হেডমাস্টার বাড়ীতে ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদীন আলমগীর বাদি হয়ে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ্য করেন, চোর চক্র আমার গোয়াল ঘরে থাকা ২টি গাভী ও একটি পিজিয়াম জাতের বাছুর নিয়ে যায়। এছাড়াও আমার জেঠাত ভাই নিজাম উদ্দিনের গোয়াল ঘর থেকে

একটি গাভী ও একটি বাছুর এবং আমির হোসেনের গোয়াল ঘর থেকে একটি বাছুর চুরি হয়। স্থানীয়রা জানান, চুরি হওয়া ছয়টি গরুর বাজার মূল্য অন্তত ৫ লাখ টাকা।
এ ঘটনার আগের দিন দুপুরে পাশ্ববর্তী উত্তর কুহুমা গ্রামের কৃষক মোঃ নুরুল আলমের একটি গাভী নিশান ব্রিক ফিল্ড সংলগ্ন স্থান থেকে চুরি হয়। এ বিষয়ে ভুক্তভোগী জয়নাল আবেদীন আলমগীর জানান, ২৪-এর বন্যায় আমার খামারে ৩০ লাখ টাকা লোকসান হয়ে চরম ক্ষতির সম্মুখীন হই। ঋণ নিয়ে পুনরায় ছোট্ট পরিসরে গরুপালন শুরু করেছিলাম। কিন্তু এবার চোর আমাকে নিঃস্ব করে দিয়েছে। গ্রামে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকায় অবস্থান করাটাও অনিরাপদ হয়ে পড়েছে।

চুরি রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, এলাকায় যে হারে চুরি সংঘটিত হচ্ছে আমাদের এভাবে না রেখে মেরে ফেললেই ভালো হয়। ভুক্তভোগী নিজাম উদ্দিন জানান, কিস্তিতে টাকা নিয়ে দুইটি গরু ক্রয় করেছিলাম। চোর গরুগুলো নিয়ে যাওয়ায় আমি সর্বস্ব হারিয়েছি।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম জানান, দক্ষিণ কুহুমা গ্রামে একই বাড়ীর তিন জনের ছয়টি গরু চুরির অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও সম্পৃক্তদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।